মোঃ আলমগীর মোল্লা
গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বিএনপির হামলার ঘটনায় থানায় মামলা আহত ৫ জন।
উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।
স্থাণীয় ও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাহাদুরসাদী ইউনিয়ন ৬নং ওয়ার্ডের কর্তৃক স্থাণীয় খাজা মার্কেট পবিত্র দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতারের পূর্ব মুহুর্তে স্থাণীয় বিএনপি সমর্থিত স্থাণীয় সন্ত্রাসী দক্ষিণ খলাপাড়া গ্রামের আপেল, নুর ইসলাম নুরী, মধ্যখলাপাড়া গ্রামের নজরুল মোল্লা, মু. সৌরভ, আবুল হোসেন, মু: আকরাম, মু আমিন, সাইদুর রহমান, কাইয়ুম ও দক্ষিণ খলাপাড়া গ্রামের আব্দুল লতিফ, মো. বাশার, মো. হান্নান, মো. রাসেল সহ অজ্ঞাত ২০/৩০ জন সন্ত্রাসী নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে ইফতার মাহফিলে অতর্কিত হামলা চালায়।
এ সময় জামায়াতের কর্মী দক্ষিণ খলাপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মো. আজিজুল হক (৪১), খলাপাড়া গ্রামের আব্দুল জব্বার সরকারের ছেলে মোবারক সরকার (২৬), ইসলাম সরকারের ছেলে হাফিজ উদ্দিন (৩৫), কাজী শহিদুল্লাহর ছেলে কাজী আবদুল্লাহ (২৪), ইশ্বরপুর গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে মো. আসলাম (২৬) গুরুতর আহতহ হয়। স্থাণীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা সরকারী হাসপাতালে নিয়ে আসে।
কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ২জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন। বাকী তিনজনের অবস্থা খারাপ থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হামলার ঘটনায় স্থাণীয় বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াতের প্রচার সম্পাদক রাজু আহমদ নামে একজনকে খুজে পাওয়া যাচ্ছে না বলে দাবী করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মাহমুদ হাসান।
এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মাহমুদ হাসান বলেন, বাহাদুরসাদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে দোয়া ও ইফতারের পূর্ব মুহুর্তে স্থাণীয় বিএনপি সমর্থিত কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে অতর্কিত ভাবে হামলা চালিয়ে ৫জনকে আহত করে। কালীগঞ্জ সরকারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ৩জনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে ২০/৩০ জনকে অজ্ঞাত আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার বাদ জুমা উপজেলা জামায়াতের উদ্যোগে বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল শেষে সোনালী ব্যাংক মোড়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা জামায়াতের সভাপতি মোহাম্মদ মাহমুদ হাসান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট মো. তাজুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমীর মো. খায়রুল হাসান, জেলা আইন বিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান, পৌর আমীর আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান প্রমূখ। এ সময় বক্তাগণ ইফতার মাহফিলে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানান।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালে রোগীদের দেখে এসেছেন। ১৪ মার্চ ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় ১২(৩)২৫ নং মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।