সাগর আহমেদ, ঘাটাইল উপজেলা প্রতিনিধি
টাংগাইল জেলার সখিপুর উপজেলার বড়চওনা গ্রামের যুবক আসিফ কে (১৮) ১৪ মার্চ দুপুর ২ ঘটিকার সময় ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়ন এর কুশারিয়া গ্রামে খাবারের সাথে চেতনানাশক ঔষুধ খাওয়াইয়ে, তার কাছে থাকা অটোরিকশা ছিনতাই করা হয়।
ভুক্তভোগী আসিফের থেকে জানা যায়,বড়চওনা বাজার থেকে একজন লোক যাত্রি সেজে তাকে নিয়ে ঘাটাইল এর উদ্দেশ্যে রওনা হয়।ইন্দারজানি বাজারে আসার পর তাকে প্রথমে কোমল পানিয় খাওয়ায়,কোমল পানি খাওয়ানোর পর তাকে নিয়ে আসে কুশারিয়া গ্রামে।কুশারিয়া গ্রামে আসার পর রাস্তায় অটোরিকশাটি দার করিয়ে তাকে রমজান মাস এর জন্য লুকিয়ে সিগারেট এবং বিস্কিট খাওয়ানোর কথা বলে রাস্তার ধারে থাকা বাগানে নিয়ে যায়,তখন ভুক্তভোগী আসিফ কে বিস্কিট এবং সিগারেট এর সাথে চেতনানাশক ঔষুধ খাওয়ায়,খাওয়ানোর পর আসিফ ভারসাম্যহীন হয়ে পরে।তখন যাত্রি সেজে থাকা সেই লোকটি আসিফের অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।
পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে এবং তার পরিবার কে জানায়।পরবর্তীতে আসিফের পরিবার আসিফ কে কুশারিয়া থেকে নিয়ে যায় এবং তারা থানায় কোন প্রকার অভিযোগ দায়ের করেনি।