মোঃ আনিছ মাল , স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ভালুকার ধীতপুর ইউনিয়নের পানিহাদী গ্রামের কাননাইল বিলে বিষ প্রয়োগ করে একটি মৎস্য খামারের ২ কোটি টাকার মাছ লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মৎস্য খামারী কাফি খান (৪৫) বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সদস্যদের সাথে কথা বলে জানাযায়, গত ১ যুগ ধরে ওই বিলের ৬২ কাঠা জমির মালিক কাফি খান অন্যান্য আরোও প্রায় ৫০ কাঠা জমি লিজ নিয়ে মৎস ব্যবসা পরিচালনা করে আসছেন। তার ১শ কাঠার উপরে এ বিলটি বেশ কিছু দিন যাবত দখল করার জন্য স্থানীয় মোঃ বিদ্যুৎ সরকার (৪০), মিঠুন সরকার(৩২), মোঃ সোহেল সরকার(৫০),জহুরুল সরকার(৫৮) বিভিন্ন প্রজাতির দেশীয় বড় সাইজের রুই, কাতল, মিগেল সহ অন্যান্য প্রজাতির কোটি কোটি টাকার মাছ সহ বিলটি দখলের পায়তারা করে আসছিলো। সেই সাথে বিল থেকে মাছ উঠানোতে বাধা প্রদান ও তার খামারের অফিস ঘরে তালা লাগিয়ে তা জবর দখল এবং স্যালো পাম্পটি আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।
এ ঘটনার প্রতিকার চেয়ে কাফি খান স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের দারস্থ হলে উল্লেখিত বিদ্যুৎ গংরা ক্ষুব্ধ হয়ে উঠেন । সেই ধারাবাহিকতায় গত ২দিন আগে কে বা কাহারা কাননাইল বিলের কাফি খানের মৎস্য খামারে বিষ প্রয়োগ করে । এতে তার ফিশারির সকল মাছ ভেসে উঠলে স্থানীয়রা যে যার মতো করে ওই মাছ নিয়ে যায় । এ ঘটনায় ১৫ই মার্চ ২কোটি টাকার ক্ষতির কথা উল্লেখ করে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন মো: আব্দুল্লাহেল কাফি খান।
ফিশারির ম্যানেজার বাচ্চু মিয়া(৪৫) এর সাথে কথা হলে তিনি জানান উল্লেখিত বিদ্যুৎ,মিঠু ও তার সাঙ্গপাঙ্গরা দেশের চলমান ক্ষমতা বদলের পর কাফি খানের মৎস্য খামারের অফিস থেকে তাকে বের করে দিয়ে অফিসের সকল জিনিসপত্র সহ অফিসটি দখলে নিয়ে তালা লাগিয়ে দেয় । বিভিন্ন সময় তাদের লোকজন ফিশারি থেকে মাছ ও উঠিয়ে নেয় । অন্যদিকে গত ২ দিন আগে ওই খামারে বিশ প্রয়োগ করে ২ কোটিরও টাকার বেশি ক্ষতি সাধন করে বলেও তার অভিযোগ ।
লুটপাটের বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য লেভি (৩২) ও লিপি (৩৫) এর অভিযোগ বিদ্যুৎ এবং মিঠু গংরা এ ঘটান ঘটিয়ে কাফি খানকে সর্বশান্ত করে পথে বসিয়ে দিয়েছে। তাই তারা এ ঘটনার বিচার দাবী করেন।
এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামসুল হুদা খান জানান, অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলমান রয়েছে।