বটিয়াঘাটা প্রতিনিধি মনিরুল ইসলাম
ইং ১৪/০৩/২০২৫ তারিখ সকাল ১০টার সময় ৫ নং ভান্ডারকোট ইউনিয়নের কুলটিয়া গ্রামের, সুরাইয়া বেগম (৫০) ও নজরুল ইসলাম (৬৫) কে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আহতদের আত্মীয় হাফিজা বেগম বাদী হয়ে ১। মোস্তফা শেখ, ২। হালিম শেখ, ৩।আজিম শেখ, ৪। আরিফ গাজী, ৫। হানিফ শেখ, ৬। নাজিম শেখ দের বিরুদ্ধে থানায় ১৫/৩/২৫ তারিখে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৩১/২৫।
এজাহার সুত্রে জানা যায়, বিবাদীদের জমি জমা ও হাঁস মুরগি কে কেন্দ্র করে বাদীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে বিবাদীদের হাতে থাকা কুড়াল দিয়ে প্রথমে নজরুল ইসলামকে জীবনে শেষ করার উদ্দেশ্যে আঘাত করলে রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে গেলে তাকে রক্ষা করতে তার স্ত্রী সুরাইয়া বেগম এগিয়ে আসলে তাকেও মুখের বাম পাশে কুড়াল দিয়ে কোপ মারলে সেও রক্তাক্ত জখম হয়। তাদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে ভর্তি করেন। মামলাটি তদন্তের জন্য সেকেন্ড অফিসার এসআই কিরামতের কাছে প্রেরণ করা