স্টাফ রিপোর্টার ঃ মানহানী করে সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত করায় বিভিন্ন অপরাধে অভিযুক্ত একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী কামাল প্রধানকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলত শাস্তির আওতায় আনার জন্য নারায়ণগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও এসপির কাছে ১৬ মার্চ লিখিত অভিযোগ দায়ের করেছে সরকারি ভাবে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কারপ্রাপ্ত মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। যার অভিযোগ স্মারক নং—৪০৩০।
লিখিত অভিযোগে জানা যায়, দীর্ঘ ২৪ বৎসর যাবৎ এম এ মান্নান ভূঁইয়া সামাজিক ও মানবিক সংগঠন মানব কল্যাণ পরিষদের মাধ্যমে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং এরই পাশাপাশি পেশাগত ভাবে সাংবাদিকতা করছে। কিন্তু একটি প্রতারকচক্র অনৈতিক সুবিধা আদায়ের জন্য দীর্ঘদিন যাবৎ তার বিরুদ্ধে অপপ্রচারসহ সামাজিক ভাবে ক্ষয় ক্ষতি করে যাচ্ছে। নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন বাগবাড়ি এলাকার আবুল প্রধানের কুলাঙ্গার পুত্র প্রতারক কামাল প্রধান সহ চিহ্নিত আরো ৫/৬ জন স্বেচ্ছাসেবী ও গণমাধ্যমকমীর্ মান্নান ভূঁইয়ার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবী করে আসছিল। দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যা করার উদ্দেশ্যে কয়েকবার হামলা চালিয়ে গুরুতর আহত করেছিল এবং মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে হয়রানী করারও হুমকী দিয়ে আসছে। কামাল প্রধান একজন পেশাধারী বাটপার ও বিভিন্ন অপরাধে কয়েকটি ফৌজদারী ও চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী। কামাল প্রধানের রয়েছে অবৈধভাবে প্রকাশিত নিবন্ধনহীন দৈনিক আলোকিত সম্প্রচার ও দৈনিক আজকের নীলকণ্ঠ নামে কয়েকটি ভুয়া পত্রিকা। অনুসন্ধানে ঢাকা ডিসি অফিসে তথ্য অধিকার আইনে আবেদন করলে মান্নান ভূঁইয়াকে লিখিত ভাবে পত্রের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয় হতে জানানো হয় যে উক্ত পত্রিকাগুলির কোন নিবন্ধন নাই। সমাজকমীর্ মান্নান ভূঁইয়া ও মানবিক সংগঠন মানব কল্যাণ পরিষদের বিরুদ্ধে আজেবাজে কথা এবং মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য পরিবেশন করে সামাজিক ভাবে মানসম্মান ক্ষুন্ন করছে। ভুয়া পত্রিকাগুলো নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে পোস্টারের মতো লাগাচ্ছে এবং অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টাল আলোকিত সম্প্রচার ডটকমসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানীকর পোস্ট শেয়ার করে এবং ইমেইল ও হোয়াটস অ্যাপসহ ম্যাসেঞ্জারে বার্তা পাঠিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। প্রতারক কামাল প্রধান প্রায় ১০/১২টি ফেসবুক ফেক আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে এবং বিভিন্ন গ্রুপে পোস্ট ও লিংক শেয়ার দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এমতাবস্থায় অপপ্রচার ও হুমকী ধামকীর কারণে মান্নান ভূঁইয়া ও তার পরিবারের সদস্যদের জীবন হুমকীর মধ্যে পরেছে। বর্তমানে টাউট বাটপার কুলাঙ্গার পরবিত্তলোভী কামাল প্রধান ও তার সহযোগীদের অব্যাহত হুমকীর কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং ক্ষয়ক্ষতির আশংকা করছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়। এই ব্যাপারে কামাল প্রধান ও তার বাহিনীর সদস্যদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী সাংবাদিক মান্নান ভূঁইয়া।