তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার সদর উপজেলার মডেল থানা পূর্বদিকে খলিলপুরের রোমান হত্যা মামলার ১ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯, সিলেট।
র্যাব-৯ প্রেস রিলিজের মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল শনিবার ১৫ই মার্চ আনুমানিক সাড়ে ৭টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে মৌলভীবাজার সদর মডেল থানার মামলা নং ৩৭/২১৩ মূলে ১ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি সদর উপজেলার পূর্ব লামুয়ার ফারুক মিয়ার ছেলে জাবেদ মিয়া (৩৫)।
র্যাব-৯ সিলেট এর অতিঃ পুলিশ সুপার (মিডিয়া) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষে গ্রেপ্তারকৃত আসামীকে মৌলভীবাজারের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রদের গ্রেপ্তারের লক্ষে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।