তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় চম্পা বাক্তি (২৬)-কে হত্যা চেষ্টায় ঘটনায় স্বামী আশিক বাক্তি দুলাল (৩১)-কে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সমনবাগ চা বাগানের পাক্কা লাইন এলাকায় দুলালের বাড়িতে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহতাবস্থায় গৃহবধু চম্পা বাক্তিকে উদ্ধার করে সিলেট এম এজি ওসমানী হাসাপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে,পারিবারিকভাবে কলহের জেরে তুচ্ছ ঘটনায় আশিক বাক্তি দুলাল রাতে স্ত্রী চম্পা বাক্তিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালাতে থাকে। স্ত্রী’কে বিবস্ত্র করে চড়-থাপ্পড় মারতে মারতে চুলার সামনে নিয়ে আগুন লেগে চুল জলসে যায়। একপর্যায়ে গলায় গামছা ঢুকিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালায়। গৃহবধূর চিৎকারে প্রতিবেশিরা ছুটে গিয়ে আহত চম্পা বাক্তিকে উদ্ধার করে হাসাপাতালে প্রেরণ ও নির্যাতনকারি স্বামী আশিক বাক্তি দুলাল’কে আটক করে পুলিশে হস্তান্তর করেন।
বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ জমাদার জানান, আহত গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত আশিক বাক্তি দুলাল”কে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।