নওগাঁ জেলার পোরশা থানার মাক্তাপুর গ্রাম থেকে পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ আবুবক্কর সিদ্দিক সাহেব এর নির্দেশ মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে দুই জন পুলিশ সদস্য যথাক্রমে ১। পুলিশ সদস্য মোঃ শফিকুল ইসলাম ও পুলিশ সদস্য মোঃ জামাল এর নেতৃত্বে অভিযান চালিয়ে একজন জি আর এর আসামি কে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃত আসামি নাম শ্রী বাবুল পিতা শ্রী মঙ্গল ওরফে কালা। এ ব্যাপারে পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ আবুবক্কর সিদ্দিক সাহেব কে জিজ্ঞেস করা হলে তিনি জানান জিআর নং-৪১/২২ (পোরশা) এর W/A মূলে গ্রেফতার করে আসমী কে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।