মোঃ বাদল মিয়া শ্রীপুর উপজেলা প্রতিনিধি।
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২শে মার্চ, মায়ের দোয়া মাইক্রো স্ট্যান্ডে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আনোয়ার হোসেন। সিনিয়র সহসভাপতি শরিফুল মিদ্দা ও সাধারণ সম্পাদক তানজিলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই ইফতার পার্টিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, রাসেল, ফারুকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয় এবং অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন।