জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর চৌমুহনী সান ফ্লাওয়ার কিন্ডার গার্ডেন স্কুল প্রাঙ্গণে এ দোয়া, সম্মাননা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মো.আব্বাস আলীর আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো ও জেলার প্রয়াত নেতা কর্মীদের স্মরণে কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর বিএনপির বিগত ১৭ বছরে গণতান্ত্রিক আন্দোলনে সাহসী ভূমিকা রাখায় নেতা কর্মীদের কে তারেক রহমানের পক্ষ থেকে সাহসী সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার মামুদপুর চৌমুহনী সান ফ্লাওয়ার কিন্ডার গার্ডেন স্কুল প্রাঙ্গণে এ দোয়া, সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমির সঞ্চালনায় আব্দুস সামাদ বাবুর সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া ৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।
তিনি বলেন এই অনুষ্ঠানে যারা সম্মাননা পাচ্ছেন তারা দীর্ঘ সতেরো বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোর জন্য বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেছেন বর্তমানে দেশ গড়ার উপযুক্ত সময় আপনাদের সামনে অনেক কাজ বাকি রয়েছে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের পক্ষে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে, ধৈর্য ধরতে হবে জনগণের আস্থা যদি না ফিরে আসে তাহলে আগামী নির্বাচন আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। আল্লাহ তায়ালা যদি যান আগামীতে দেশের রাষ্ট্রপতি হবেন বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী হবেন এদেশের শ্রেষ্ঠ সন্তান তারেক রহমান।
সাবেক ছাত্রনেতা আব্বাস আলী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত পরিবেশে ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয়, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়নের নেতা কর্মী, সমাজের বিশিষ্ট ব্যক্তি বর্গ ও সংবাদিকগণ উপস্থিত ছিলেন।