এস এ লিমন নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি.
২৫ মার্চ (মঙ্গলবার) পাঁচ ঘটিকার সময় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মসূচির অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দুস্থ এবং অসহায় হতদরিদ্র পথচারীদের মাঝে নাগেশ্বরী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইফতার বিতরণ করা হয়।
নাগেশ্বরী উপজেলার প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড হয়ে কলেজ মোড়ের বেশ কয়েকটি জায়গায় প্রদক্ষিণ করে ইফতার বিতরণ করেন। নাগেশ্বরী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবদলের আহবায়ক,আব্দুল্লাহ আল আরমান ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব,ইদ্রিস আলী, কুড়িগ্রাম জেলা যুগ্ম আহবায়ক মামুন। আরো উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিব।নাগেশ্বরী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিব সহ নাগেশ্বরী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বর্তমান এবং সাবেক ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
কর্মসূচি শেষে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আব্দুল্লাহ আল আরমান ও সদস্য সচিব ইদ্রিস আলী।
তারা তাদের বক্তব্য বলেন, আগামী দিনে তারেক রহমানের হাতে কে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ এবং জনগণের মঙ্গলের জন্য আমাদের কাজ করে যেতে হবে। দুর্দিনে দলের জন্য কাজ করেছে এমন কর্মীকেও মূল্যায়ন করা হবে বলে কর্মসূচির সমাপ্তি ঘোষনা করেন।