আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে সন্মানিত রাজনীতিবিদ ও বিশেষদের আলোচনা দোয়া ও মোনাজাত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
২৪ রমজান মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৩ টা হতে সন্ধ্যা পর্যন্ত সিরাজগঞ্জ শহরের এস.এস.রোড়স্থ ডব্লিউ এফ রেষ্টুরেন্টে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী’র সহকারী সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা মোঃ শাহিনুর আলম এবং অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ জাহিদুল ইসলাম এবং অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত করেন, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মওলানা মোঃ মনোয়ার হোসেন।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক মওলানা মোঃ জিয়াউল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক, জেলা বিএনপির নেতা বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, বাংলাদেশ খেলাফত মজলিশ সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মওলানা আহামাদুল্লাহ শিরাজী, জেলা জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার
সহকারী সেক্রেটারী মোঃ শহিদুল ইসলাম, হাজী আহাম্মদ আলী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. জাহাঙ্গীর আলম, জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর মওলানা মোঃ আব্দুস ছালাম, নায়েবে আমীর ও অধ্যক্ষ মওলানা মোঃ আলী আলম, সিরাজগঞ্জ পৌরসভার পৌরনির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা আতাউর রহমান খান , ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। ইসলামের অন্যতম বিধান যাকাত শুধু দান-সাদকার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি সমাজে অর্থনৈতিক ভারসাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ধনী-গরিবের মাঝে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার জন্য যাকাতের গুরুত্ব অপরিসীম। ইসলামী মূল্যবোধ চর্চা ও সমাজে ন্যায়ভিত্তিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা আরও বলেন, রমজান আমাদের সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। তাই এ মাসে নিজেকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করা এবং সমাজের দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ানো প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের দায়িত্ব।
আলোচনা সভার শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ইফতার করা হয় ।
এ অনুষ্ঠানে প্রায় ২ শতাধিক সুধীজন, গুণীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।