স্টাফ রিপোর্টার, মোঃ আনিছ মাল
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সিএনজি ও অটো চালকদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
২৬ মার্চ (মঙ্গলবার) ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এই ইফতার আয়োজন করা হয়। এ কর্মসূচির নেতৃত্ব দেন ভালুকা পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাহাবুল আলম মোল্লা। শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আনিছ মাল বাস স্ট্যান্ড গফরগাঁও রোডের সিএনজি ও অটো ড্রাইভারদের নিয়ে এই আয়োজন সম্পন্ন করেন।
ইফতার গ্রহণ শেষে চালকরা জানান, এর আগে কখনো তাদের জন্য এমন আয়োজন করা হয়নি। তারা এতে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।
উল্লেখ্য, শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে শ্রমিক দলের নেতারা ভবিষ্যতেও এমন উদ্যোগ নেওয়ার আশ্বা
স দেন।