দৈনিক চৌকস পত্রিকার সহ-সম্পাদক মোঃ আবুল কাশেম দেশবাসীসহ পত্রিকার সকল প্রতিনিধি, সাংবাদিক এবং পাঠকদের প্রতি ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ হলো আনন্দ ও সম্প্রীতির উৎসব। ঈদুল ফিতর আমাদের হৃদয়ে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার বার্তা পৌঁছে দেয়। আসুন, আমরা ঈদের এই আনন্দ ভাগ করে নেই একে অপরের সঙ্গে, গড়ে তুলি শান্তি ও সৌহার্দ্যের সমাজ।”
তিনি আরও বলেন, দৈনিক চৌকস সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। এই যাত্রায় পত্রিকার সকল প্রতিনিধি, সাংবাদিক এবং পাঠকের অবদান অনস্বীকার্য।
তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সবার সুস্থতা ও নিরাপদ জীবন প্রার্থনা করেছেন।
শুভ ঈদ মোবারক!