1. sokalerbangla@gmail.com : admin :
  2. dainikchoukos@gmail.com : jahid hasan : jahid hasan
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১:১২ অপরাহ্ন
সদ্য প্রাপ্ত:-
মৌলভীবাজারে প্রবাসীর ভূমি জোরপূর্বক জবরদখলের অভিযোগ পুলিশের জালে ইয়াবাসহ কয়েছ গ্রেপ্তার পলওয়েলের এজিএম অনুষ্ঠিত লামায় অবৈধ ২টি ইটভাটায় অভিযানে, ৪ লক্ষ টাকা জরিমানা ফিলিস্তিনের পক্ষে ঢাকায় লক্ষ জনতার গণমিছিল আজহারী, আহমাদুল্লাহসহ শতাধিক শীর্ষ আলেমের আহ্বানে জাগ্রত জনতার ঢল খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কামরুল ইসলামের ইন্তেকাল ঘাটাইলে অনুষ্ঠিত হলো জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ কমলগঞ্জে যৌথবাহিনীর অভিযানে লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড  ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীও তার মিত্র দেশগুলোর নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে রামপাল উপজেলা সদরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ফুলদী গ্রামবাসীর বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

লামায় বাস পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা আহত ২৫

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

মো. রমিজ লামা (বান্দরবান) প্রতিনিধি :
পার্বত্য জেলার বান্দরবানের লামায় মিরিঞ্জা এলাকায় পর্যটকবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নারী ও শিশুসহ ২৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সকাল ১০টায় লামায় মিরিঞ্জা পাহাড়ের মাদানীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে । আহতরা হলেন: ডা. ফাহাদ বিন তৈয়ব (৩৪), মালিয়াত জাহান দুলিকা (১২), আব্দুল্লাহ মো. ওমর ফারুক (৫), আওসাফ আহনাফ সিদ্দিকি তাহজিব (১২), ফজল আহমেদ (৫৫), মো. হেলাল (৩১), তাহজীব (১২), দুলিফা (১৫), নেজাম (৪৫), তানভীর (১৫), ওয়াজিফা (১৭), নাহিদা (১৯), তারিন (১৪), শাহাদাত (৩২), মাশফিকা (২৫), শহীদ (২৫), মাশকুরা সিদ্দিকা (২০), আমজাদ হেলপার (৩০), নাজাত সিদ্দিকা (২৩), নিজাম উদ্দিন (৫২) লিটন দাশ ড্রাইভার (২৬), জাহিদা বেগম (২৬), দিলরুবা সিদ্দিকা (৫০)। এর মধ্যে তাহজীবসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়। আহতরা সবাই লোহাগাড়া উপজেলার আধুনগর ও কলাউজানের বাসিন্দা বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত ডা. ফাহাদ বিন তৈয়ব দৈনিক চৌকস’কে বলেন, ঈদ পরবর্তী পারিবারিক ভ্রমণে তারা লোহাগাড়ার আধুনগর থেকে ঈগল পরিবহনের একটি মিনিবাসে করে লামায় আসছিলেন। যাত্রাপথে লামায় মিরিঞ্জা এলাকায় মাদানীনগরে বাসটির ব্রেক কাজ করছিল না। নিরুপায় দেখে চালক বাসটি গাছের সাথে ধাক্কা দেয়। এসময় বাসে থাকা নারী ও শিশুসহ মোট ২৫ জন আহত হয়। বাসে ৩২ যাত্রী, দুইজন ড্রাইভার ও হেলপার ছিল।লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সোলেমান বলেন, তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। মোট ২৫ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের বাড়ি লোহাগাড়া উপজেলায় হওয়ায় তারা চিকিৎসা নিয়ে চলে গেছে। লামা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন জানান, বাসটি আপাতত লামা ট্রাফিক পুলিশের হেফাজতে আছে। আহত সবাইকে লামা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তারা চিকিৎসা নিয়ে লোহাগাড়া চলে গেছে। গুরুতর আহত হেলপার আমজাদ হোসেনের দুই পা ভেঙে গেছে, তার স্বজনরা আসছে। তাকেও চট্টগ্রামে রেফার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved dailychoukas.com 2014-2025
Theme Customized BY LatestNews