মোঃ শুকুর গাজী খুলনা প্রতিনিধি
গত ৬ এপ্রিল সন্ধ্যায় খুলনা মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে দৌলতপুর থানাধীন পশ্চিম সেনপাড়ার জনৈক মান্নান শেয়ালীর বাড়ি থেকে জুয়া খেলার সময় জুয়াড়ি ১) স্বাধীন শেখ @ কাশেম শেখ (২৬), পিতা-মৃত মান্নান শেখ, সাং-ফুলতলা বাজার, থানা-ফুলতলা, জেলা-খুলনা, ২) আনোয়ার হোসেন @ আনু (৪২), পিতা-মৃত শেখ সামসুর রহমান, সাং-পূর্ব বানিয়া খামার, থানা-খুলনা সদর, ৩) জাকির হোসেন (৪৮), পিতা-মৃত বিসারত বিশ্বাস, সাং-খড়োলিয়া, থানা-কালিয়া, জেলা-নড়াইল, ৪) পলাশ গাজী (৩৫), পিতা-মোঃ ইস্রাইল গাজী, সাং-চন্দনি মহল গাজীপাড়া, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা, ৫) খাঞ্জু মুন্সি (৩৮), পিতা-মৃত রাজা মুন্সি, সাং-নিকসন মার্কেট, থানা-খুলনা সদর, ৬) শেখ আবু তালেব (৩৬), পিতা-মৃত শেখ শের আলী, সাং-বয়রা বাজার, থানা-সোনাডাঙ্গা এবং ৭) শাহ আলম গাজী (৫২), পিতা-মৃত ইসমাইল গাজী, সাং-মহেশ্বরপাশা, থানা-দৌলতপুর, খুলনা’দেরকে আটক করে। তাদের নিকট হতে জুয়া খেলায় ব্যবহৃত ৪৯ সেট প্লেয়িং কার্ড (তাস) এবং নগদ ৩ লক্ষ ৫৬ হাজার ৯২০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।