তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া থানার ভাটেরা ইউনিয়নে গত ৭ই এপ্রিল সোমবার বিকেলে মামলার আসামী মো: শহিদ মিয়াকে গ্রেপ্তারের সময় ভাটেরা রাবার বাগানের মেইন গেইটে পুলিশের উপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয় স্থানীয় দুষ্কৃতিকারীরা। আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় দুষ্কৃতিকারীদের হামলায় আহত হন এসআই মো: ছাদেক মিয়া। ঘটনায় জড়িত অভিযোগে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, ভাটেরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৯ নং ওয়ার্ড সম্পাদক মো: শহিদ মিয়াকে গ্রেপ্তার করতে এসআই মোঃ ছাদেক মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। আসামী মো: শহিদ মিয়াকে আটক করে নিয়ে আসার পথে ভাটেরা রাবার বাগানের মেইন গেইটে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র পুলিশকে লক্ষ্য করে গালাগালাজ শুরু করে। এক পর্যায়ে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী মো: শহিদ মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। আসামী ছিনিয়ে নেয়ার সময় এসআই মো: ছাদেক মিয়া আহত হন।
ঘটনাস্থল থেকে ফিরে এসে এসআই মো: ছাদেক মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা (নং ১০(০৪) ২৫) দায়ের করেন। রাতেই পুলিশ ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে খলিল মিয়া (১৮), জিমুল মিয়া (১৮), রুমন মিয়া (৩১), ইমন মিয়া (২৯), কে গ্রেপ্তার করে। অভিযুক্তদের সবার বাড়ি কলিমাবাদ গ্রামে।
কুলাউড়া থানার ওসি মো: গোলাম আপছার গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত ৪ আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। ছিনিয়ে নেয়া আসামী মো: শহিদ মিয়াসহ বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.