শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেরাজ মিয়াকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, মোঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার খাড়াজোরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা পলাতক আসামি মেরাজ মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, মেরাজ মিয়া ২০২৪ সালের ৫ আগস্ট কালিয়াকৈরে ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র ও সাধারণ জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার ( তারিখ: ০২/১১/২০২৪) এজাহারভুক্ত ৮৭ নম্বর আসামি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারকৃত মেরাজ মিয়া কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.