(জয়পুরহাট)প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মীদের সাথে মতবিনিময় ও সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক ঢাকা বিভাগের কমিশনার ও সাবেক সচিব সাবেক ঢাকা জেলা প্রশাসক ( ডিসি) এবং জয়পুরহাট ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মো.আব্দুল বারী।
বুধবার ( ৯ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এবং পরে সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
কেন্দ্রীয় যুবদলের ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক ঢাকা জেলা প্রশাসক, ঢাকা বিভাগীয় কমিশনার ও সাবেক সচিব এবং জয়পুরহাট ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মো.আব্দুল বারী।
এছাড়াও সাবেক সচিব আব্দুল বারী এর সহধর্মিণী মোছা: নাজমা আরা বেগম কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম, আহাম্মেদাবাদ ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, বিএনপি নেতা আমিনুল ইসলাম. মানিক. মাহবুব আলম, রমজান আশরাফ হোসেন সহ স্থানীয় বিএনপি নেতার বক্তব্য রাখেন।
এসময় বিএনপির জেলা উপজেলা ও ইউনিয়নের বিএনপি.যুবদল স্বেচ্ছাসেবক দলসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।