মো: কামরুজ্জামান মোল্লা ,বিশেষ প্রতিনিধ ,শেরপুর
চলমান এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনে শেরপুরের নকলায় মেয়েকে পরীক্ষার কেন্দ্রে রেখে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক পরীক্ষার্থীর মায়ের মৃত্যু হয়েছে।
আজ ১০ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে অটোরিকশার চাপায় নকলা উপজেলার চর অষ্টাধর ইউনিয়নের চরবসন্তি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত ওই নারী অভিভাবকের নাম শিরিনা বেগম,তিনি পার্শ্ববর্তী রেহারচর গ্রামের সোহেল রানার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকালে শিরিনা বেগম তার এসএসসি পরীক্ষার্থী মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পৌছে দেন।পরে তিনি বাড়িতে যাওয়ার সময় দুপুর ১২ টার দিকে চরবসন্তি এলাকায় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন।পরবর্তীতে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আকষ্মিক এই মৃত্যুতে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।