মোঃ কাউছার পাটোওয়ারী বিশেষ প্রতিনিধি:
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় মাঠে কোরআন তেলাওয়াত জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মানিক রঞ্জন সরকারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তারেক হোসেন এর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাস্টার্স ইন ম্যানেজমেন্ট আফিসার মোঃ শরিফুল আরেফিন রনি।
বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনি, মেনাপুর বাদসা মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাহাআলম মিজি, রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান ঢালী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক দাতা সদস্য ডাঃ মোঃ আনিছুর রহমান, সমাজ সেবক মোঃ হাচান মাহমুদ।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জমিদাতা পরিবারের সদস্য খাজা বাকি বিল্লাহ সুজন, ইউপি সদস্য আক্তার জাহান দীনা সাবেক শিক্ষক আনোয়ার হোসেন, কাদের মিলিটারি, আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা কে এম আরিফ ,মোঃ সাগর প্রধানিয়া ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী, এলাকার গন্যমান্যগন উপস্থিত ছিলেন।