পোরশা উপজেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান সরকার বাবুঃ-
আজ ১০ই এপ্রিল( ২০২৫) বৃহস্পতিবার সারাদেশে একযোগে শুরু হয়েছে এস এস সি দাখিল ও সমমানের পরীক্ষা।
নওগাঁ জেলার পোরশা উপজেলার ৩ টি কেন্দ্রে এস এস সি দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে । নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়, নিতপুর দাঃ সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রা। সেই গ্রাম অঞ্চল থেকে শুরু করে সদর ইউনিয়ন সহ সকল এলাকার অধিকাংশ পরীক্ষার্থীর সঙ্গেই অভিভাবক এসেছে তাদের ছেলে মেয়েদের পরীক্ষা দেখতে।
অভিভাবকদের সাথে কথা বলে জানা যায় এস এস সি ও সমমানের পরীক্ষা এটা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ।এই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে ছেলে-মেয়েদের অনাগত ভবিষ্যৎ।
এখান থেকে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা ডাক্তার ইঞ্জিনিয়ার সহ বড় বড় স্বপ্ন দেখতে থাকবে। তাই অধিকাংশ শিক্ষার্থীর অভিভাবক পরীক্ষার কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বে অপেক্ষা করতে থাকে।
প্রথম দিনে যেমন টি পরীক্ষা হয়েছে
পরীক্ষা দিতে আসা ছেলেমেয়েরাও প্রত্যাশা করে এইভাবে পরীক্ষা দিতে পারলে ফলাফল ভালোই হবে।
আজ প্রথম দিনের পরীক্ষায় ১০০% প্রশ্ন পত্র কমন ছিল। পরীক্ষা খুব ভালো হয়েছে। এইভাবে সবগুলো পরীক্ষা দিতে পারলে আশানুরূপ ফল পাওয়া যাবে ইনশাল্লাহ।
পরীক্ষা কেন্দ্রের পরিবেশ খুবই ভালো ছিল নকল মুক্ত পরীক্ষা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রের সুন্দর পরিবেশ দেখে সবাই উচ্ছ্বসিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ আদনান স্যার নিজে তিনটি কেন্দ্র পরিদর্শন করেন। এবং বাহিরের পরিস্থিতি সুন্দর রয়েছে বলে জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.