ঢাকা: শেষ হলো চারদিনব্যাপী ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ সম্মেলনের সমাপনী দিনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) জানিয়েছে, এবারের সম্মেলনে অন্তত ২৬ কোটি ডলারের বিদেশি বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে।
বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি জানান, বিনিয়োগ প্রতিশ্রুতির মধ্যে সবচেয়ে বড় অঙ্কের চুক্তি হয়েছে চীনের ‘হান্দা ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর সঙ্গে। চুক্তির পরিমাণ ১৫ কোটি ডলার। এছাড়া দেশীয় অনলাইন মার্কেটপ্লেস ‘শপআপ’ ১১ কোটি ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি পেয়েছে বলেও জানান তিনি, যদিও এই বিনিয়োগ কোন দেশ বা প্রতিষ্ঠান থেকে এসেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
সম্মেলনের শেষ দিনে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা, এফবিসিসিআই প্রতিনিধি, বাংলাদেশ অর্গানিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মু. আব্দুস সালাম, সাবেক প্রেসিডেন্ট কামরুজ্জামান মৃধা, জেনারেল সেক্রেটারি ডা. হাছান আহমেদ মেহেদী, এসএমই ফাউন্ডেশন ইনকিউবেটি ফোরামের প্রতিষ্ঠাতা সেক্রেটারি, ফিয়াব ফাউন্ডেশনের সেক্রেটারি রাজন আহমেদ এবং তরুণ লেখক ও অর্গানিক এগ্রো উদ্যোক্তা জান্নাতুন প্রমি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিডার মার্কেটিং কমিউনিকেশন বিভাগের সদস্য শাহ মোহাম্মদ মাহবুব এবং প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মো. আবুল কালাম আজাদ মজুমদার।
নাহিয়ান রহমান রচি বলেন, “এবারের সম্মেলনের মাধ্যমে বিদেশি বিনিয়োগের একটি পাইপলাইন তৈরি হয়েছে। আমরা পরবর্তী ১৮ থেকে ২৪ মাস ধরে এসব বিনিয়োগকারীদের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ ও মনিটরিং করব। প্রতিটি প্রতিষ্ঠান ধরে ধরে কাজ করব এবং একটি রোডম্যাপ তৈরি করা হবে।”
তিনি আরও জানান, সম্মেলনে প্রায় ৫০০ জন নিবন্ধন করেছেন, যাদের মধ্যে ৪০০ থেকে ৪৫০ জন ছিলেন বিদেশি প্রতিনিধি। সম্মেলনে মোট কত বিনিয়োগ প্রস্তাব এসেছে, তা পরবর্তীতে জানানো হবে।
বিনিয়োগকারীদের বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, “নীতির ধারাবাহিকতা, সম্পদের প্রাপ্যতা, দুর্নীতি এবং প্রশাসনিক জটিলতা – এই কয়েকটি বিষয়ে বিনিয়োগকারীরা উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা এ বিষয়গুলো সমাধানে কাজ করছি এবং এনবিআরের গ্রিন চ্যানেলসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।”