মোঃ ইকবাল হোসেন, কামরাঙ্গীরচর প্রতিনিধি
ঢাকা, ১০ এপ্রিল ২০২৫ সিলেটি বাজারে ঘটে যাওয়া সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িত গ্যাংয়ের মূলহোতা সাজিবকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল রাত ১০টার দিকে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কামরাঙ্গীরচর আর্মি ক্যাম্পের একটি টহল দল সন্দেহভাজন স্থানে অভিযান চালায়।
অভিযানের সময় সাজিবের বাসায় তল্লাশি চালিয়ে তাকে একটি আলমারির ভেতর লুকিয়ে থাকা অবস্থায় আটক করা হয়। পরে রাত ১০টা ৩০ মিনিটে তাকে কামরাঙ্গীরচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.