হেলাল শেখঃ ঢাকার সাভারে এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং অভিভাবকদের সহায়তায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সাভার পৌর ছাত্রদল।
ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর দিকনির্দেশনায় সাভার রেডিও কলোনি স্কুল কেন্দ্রসহ একাধিক কেন্দ্রে অভিভাবকদের জন্য বসার জায়গা, খাবার পানির ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা, টয়লেট সুবিধা এবং জরুরি পরিবহন ব্যবস্থা চালু করা হয়েছে। এ উদ্যোগের নেতৃত্ব দেন সাভার পৌর ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু।
কেন্দ্র পরিদর্শনে আসা অভিভাবকরা জানিয়েছেন, এর আগে কোনো পরীক্ষা কেন্দ্রে এ ধরনের ব্যবস্থা তারা দেখেননি। তারা ছাত্রদলের এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং নেতা কর্মীদের ধন্যবাদ জানান।
বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫ইং) সকাল ১১টায় কেন্দ্র পরিদর্শনে আসেন ঢাকা-১৯ আসনের সাবেক এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদারসহ অনেক নেতাকর্মী।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.