মোঃ আলমগীর মোল্লা
কালীগঞ্জ, গাজীপুর
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (শুক্রবার) জুমার নামাজ শেষে ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাঘপাড়া, ছৌলার মোড় ঘুরে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এ বিক্ষোভ মিছিলে এলাকার নানা বয়সী বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
বিক্ষোভ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আখতারুল ইসলাম (লিখন)-এর সভাপতিত্বে এবং শাহিন সরকার ও জায়েদ খানের যৌথ সঞ্চালনায়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল্লাহ (ইমাম, টেকপাড়া জামে মসজিদ), মাওলানা যোবায়ের আহমেদ (সাধারণ সম্পাদক, বক্তারপুর ইউনিয়ন ইমাম পরিষদ), মোঃ আউয়াল সরকার (সাধারণ সম্পাদক, ওমর (রা.) জামে মসজিদ), এবং মোঃ নুরুল হক খান (সাধারণ সম্পাদক, জাবালে নূর কেন্দ্রীয় জামে মসজিদ) প্রমুখ।
বক্তারা বলেন, “ইসরায়েল একের পর এক যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিরীহ নারী-শিশুসহ সাধারণ জনগণের ওপর বর্বরোচিত হামলা চালাচ্ছে। এটি মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ।” তারা অবিলম্বে এই গণহত্যা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।
তারা আরও বলেন, ইসরায়েলি পণ্য বর্জন এখন সময়ের দাবি। বিশ্ব মুসলিম ও মানবতাবাদী মানুষদের উচিত এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কোকা কোলা, পেপসি, সেভেন আপ, ফান্টা, ইউনিলিভারসহ ইসরায়েলি সম্পৃক্ত পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে বক্তারা ফিলিস্তিনের জন্য আর্থিক সহায়তা দিতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
সভাপতি আখতারুল ইসলাম (লিখন) বলেন, “যার যা সামর্থ্য, সেই অনুযায়ী ফিলিস্তিনের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। বিভিন্ন মসজিদের ইমামগণ নিজ উদ্যোগে সাহায্য সংগ্রহ করবেন এবং তা বাংলাদেশে অবস্থিত ফিলিস্তিনি দূতাবাসের মাধ্যমে পাঠানো হবে ইনশাআল্লাহ।”
আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মাছুম বিল্লাহ, মুহতামিম, মধ্যে পাড়া হাফেজিয়া মাদরাসা ও ইমাম, ওমর (রা.) জামে মসজিদ। তিনি গাজাসহ পৃথিবীর সব নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করেন এবং হামলাকারীদের জন্য আল্লাহর ন্যায়বিচার প্রার্থনা করেন।