আরিফ হাসান গজনবী রামপাল( বাগেরহাট) প্রতিনিধিঃ
ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বর্বর আগ্রাসন ও নরকীয় হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানাতে রামপাল উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১১এপ্রিল) জুমার নামাজ শেষে রামপাল মডেল মসজিদের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি, শুরু হয়ে থানার সামনে এসে মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রামপাল উপজেলা মডেল মসজিদের ইমাম সহ অন্যান্য মসজিদের ইমাম বৃন্দ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, রামপাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফিরোজ কবির, জেলা বিএনপির সাবেক সদস্য এ্যাড. মোঃ বোরহান খান, যুবদল নেতা গাজী শাহজালাল, জামায়াত ইসলামের নেতৃবৃন্দদের মধ্যে ছাত্র শিবিরের রামপাল উপজেলার সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান, জামাতের সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শেরওয়ান শেখ সহ অত্র এলাকার ইসলাম প্রিয় তৌহিদি জনতা। এ সময় বক্তরা বলেন ফিলিস্তিনের ওপর ইসরাইলের হামলা বন্ধ করতে হবে, এবং ইজরাইলের পণ্য বয়কট করার কঠোর হুঁশিয়ার দিয়ে বক্তারা ইসরায়েলী পণ্য বর্জন করার শপথ নেন।
এ সময় ফিলিস্তিনের গাজা বাসির জন্য খাদ্য, বস্ত্র, চিকিৎসা, ঔষধ সহ মৌলিক সাহায্যের জন্য মুসলমানদেন তহবিল গঠন করে সরকারের মাধ্যমে আর্থিক সহয়তা প্রদানের আহবান জানান।
এ সময় ইসরাইলি বর্বরতার বিপক্ষে লেখা নানা প্ল্যাকার্ড, ব্যানার, পেস্টুন ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে স্লোগান দেন ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ইজরায়েলি পণ্য বয়কট, বয়কট বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তোলে ইসলাম প্রিয় তৌহিদী জনতা। এ সময় বক্তারা বলেন অনতিবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে এবং
গণহত্যার দায়ে ইসরাইলকে বিশ্বের মানচিত্র থেকে চিরতরে মুছে দেওয়ার দাবী জানান বক্তরা।
তারা আরও বলেন,আমেরিকাসহ বিশ্ব মোড়ল দেশগুলো আজ ইজরায়েলের গণহত্যা দেখেও না দেখার ভান করে নিঃশ্চুপ হয়ে আছেন! এই সকল দেশকেও বয়কট করতে হবে, এ সময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান নেওয়ার আহ্বান জানান।
আরিফ হাসান গজনবী
রামপাল, বাগেরহাট।
১১/০৪/২০২৫