আল আমিন,আশুলিয়া।
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে এবং চলমান নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজধানী ঢাকায় আজ অনুষ্ঠিত হয়েছে এক মহাবিপুল গণমিছিল। ড. মিজানুর রহমান আজহারী, শায়খ সাঈদ আহমাদুল্লাহসহ দেশের শতাধিক শীর্ষ আলেম-উলামার ঐক্যবদ্ধ আহ্বানে এই কর্মসূচিতে লক্ষাধিক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সকাল থেকেই জমে উঠতে থাকে জনস্রোত। ধর্মপ্রাণ মানুষ, যুবসমাজ, শিক্ষার্থী, ব্যবসায়ী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ পতাকা, প্ল্যাকার্ড ও স্কার্ফ ধারণ করে অংশ নেন এই শান্তিপূর্ণ মিছিলে। ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘গাজা তুমি একা নও’, ‘মানবতা রক্ষা করো’—এমন শত শত ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে রাজধানীর রাজপথ।
গণমিছিলে অংশ নিয়ে ড. মিজানুর রহমান আজহারী বলেন, “এই মিছিল কোনো দলীয় বা রাজনৈতিক কর্মসূচি নয়—এটি একটি মানবিক আন্দোলন। গাজার শিশুদের কান্না, ফিলিস্তিনের মা-বোনদের আর্তনাদ আজ আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে।”
শায়খ আহমাদুল্লাহ বলেন, “এই জমায়েত প্রমাণ করে, বাংলাদেশের মানুষ কখনোই জুলুম ও অবিচারের পক্ষে নয়। ফিলিস্তিনের মানুষের সঙ্গে আমাদের আত্মিক ও মানবিক সম্পর্ক।”
আয়োজকরা জানান, এই গণমিছিলের মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা এবং ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানানো। তাঁরা জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্দের কাছে অবিলম্বে যুদ্ধবিরতির এবং মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।
রাজধানীতে এই মিছিল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। কোনোরূপ অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়।