নারায়ণগঞ্জের প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে প্রভাবশালী একটি গোষ্ঠীর বিরুদ্ধে জমি দখলের চেষ্টা এবং হামলার অভিযোগ করেছেন একটি পরিবার। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী খালপাড় এলাকায়। অভিযোগকারী পরিবার দাবি করেছে, তাদের পৈতৃক ৮৮ শতক জমির উপর একটি দল ভুয়া কাগজপত্র তৈরি করে দখল নেওয়ার চেষ্টা করছে। জমির পূর্ব ইতিহাস ঘেঁটে জানা যায়, খতিয়ান অনুযায়ী উক্ত জমির প্রাথমিক মালিক ছিলেন আহলাদি প্রধান। পরে তার পুত্র দুধু প্রধান ও ওহাদ প্রধান জমির ওয়ারিশ হন। এরপর ওহাদ প্রধানের পুত্র সাইজউদ্দিন প্রধান এবং তার ছেলে মৈজদ্দিন প্রধান পর্যায়ক্রমে জমির মালিকানা ও ভোগ দখলে ছিলেন।
মৈজদ্দিন প্রধান মৃত্যুবরণ করলে তার পুত্র জয়নাল আবেদীন ও পরিবারের অন্যান্য সদস্যরা জমির বর্তমান দাবি করেন। তারা জানিয়েছেন, নিয়মিত খাজনা প্রদান ও দখলে থাকার প্রমাণ তাঁদের কাছে রয়েছে।
অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, বিগত ৭–৮ বছর ধরে একটি গোষ্ঠী ওই জমিতে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলার চেষ্টা করছে। জমির মালিকানা নিয়ে আপত্তি জানালে বিভিন্ন সময়ে হুমকি, হামলা ও মিথ্যা মামলার শিকার হতে হয়েছে বলে দাবি করেন তারা।
“আমরা শুধু আমাদের নিজের জমিতেই সাইনবোর্ড দিতে গিয়েছিলাম। হঠাৎ কিছু লোক দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাদের উপর হামলা চালায়। স্থানীয়রা না থাকলে বড় কিছু হয়ে যেত,”
— বলেন অভিযোগকারী জয়নাল আবেদীন।
তারা আরও অভিযোগ করেন, প্রতিবার বাধা দিতে গেলে হামলা এবং ভয়ভীতির সম্মুখীন হতে হয়। স্থানীয় কয়েকজনের দাবি, অভিযুক্তদের সাথে রাজনৈতিকভাবে প্রভাবশালী গোষ্ঠীর ঘনিষ্ঠতা রয়েছে, যার ফলে তারা এলাকায় প্রভাব বিস্তার করছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন,
“ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। থানার এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না।”
বর্তমানে জমির মালিকানা নিয়ে বিরোধ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও জমির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।