হাসান আলী সোহেল(নাটোর )
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক সাংবাদিকের পরিবারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (১২ এপ্রিল) দুপুর আনুমানিক ৩টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের ভিতরভাগ গ্রামে এ ঘটনা ঘটে। আক্রান্ত পরিবারের অভিযোগ, স্থানীয় জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হামলা সংঘটিত হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভিতরভাগ গ্রামের বাসিন্দা ও দৈনিক খোলাকাগজ পত্রিকার সংবাদকর্মী নিশাতুর রহমানের বাড়িতে কয়েকদিন ধরে সংস্কার কাজ চলছিল। এ সময় প্রতিবেশী আল আমিন পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে সাংবাদিক নিশাতুর রহমানের বাড়িতে অনধিকার প্রবেশ করে।
অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, তারা সাংবাদিকের মা সামিদা বেগম, পিতা মিজানুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং বাড়ির আসবাবপত্র ও পেশাগত কাজে ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর করে।
ঘটনার পরপরই স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লালপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে দুইজন—মৃত কুরবান আলীর ছেলে কাজিম আলী ও এনামুল মোল্লার ছেলে আলিফ হোসেন উৎস—কে আটক করে। পরে সেনা সদস্যরা তাদের বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করেন।
সাংবাদিক নিশাতুর রহমান বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যাতে প্রধান অভিযুক্ত হিসেবে আল আমিনসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, নিশাতুর রহমানের পরিবারের সঙ্গে অভিযুক্ত আল আমিনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
এ ঘটনার প্রেক্ষিতে স্থানীয় সাংবাদিক সমাজ উদ্বেগ প্রকাশ করেছে এবং হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।