আব্দুল্লাহ সরদার, স্টাফ রিপোর্টার:
বাগেরহাটের ফকিরহাটে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. আতিয়ার রহমান (৪৫) নামে এক বাইসাইকেলচালক নিহত হয়েছেন। রবিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের মূলঘর এলাকার রাজপাট-সোনাখালী মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আতিয়ার রহমান বাগেরহাটের যাত্রাপুর এলাকার মৃত ইমান উদ্দিনের ছেলে। তিনি বিসমিল্লাহ ফিড মিলস্ লিমিটেডের কর্মচারী ছিলেন।
হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান জানান, ডিউটি শেষে আতিয়ার রহমান বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে একটি অজ্ঞাত গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর পড়ে যান। এর পরপরই আরেকটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে ওসি জানান।
ওসি নুরুজ্জামান আরও জানান, দুর্ঘটনায় জড়িত দুই অজ্ঞাত পরিবহন এখনও শনাক্ত বা জব্দ করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।