হেলাল শেখ:
ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী ও চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। রোববার (১৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।
গ্রেফতারকৃতরা হলেন আবু বকর সোহাগ (২২) এবং ইয়াছিন ওরফে বুলেট (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, ভাকুর্তা ইউনিয়নের ছোলাই মার্কেট এলাকার একটি স্টুডিওতে ছবি তোলার কথা বলে প্রবেশ করে সোহাগ ও তার দুই সহযোগী। তারা স্টুডিও মালিক মো. দিদারকে চাকু দেখিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে চাকুর আঘাতে দিদার আহত হন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সুইস গিয়ার চাকুসহ সোহাগকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, সাভার পৌরসভার কর্ণপাড়া এলাকার রয়েল সিটি হাউজিংয়ে ‘এনআর ফ্যাশন অ্যান্ড এক্সেসরিজ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। চোর চক্র ভেন্টিলেটরের ফ্যান খুলে ভিতরে প্রবেশ করে ল্যাপটপ, মনিটর, সিপিইউ, টিভি ও এসির পিতলের পাইপ চুরি করে নিয়ে যায়। মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াছিন ওরফে বুলেটকে গ্রেফতার করে এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করে।
ওসি মোহাম্মদ জুয়েল মিঞা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.