মোঃ আল আমিন, আশুলিয়া।
বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বিশিষ্ট আলেম ও সমাজসেবক, সাবেক ২ নং পঞ্চগড়ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এবং বর্তমানে মোড়েলগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব হযরত মাওলানা আব্দুল খালেক সাহেবের পরিবারে আবারও সাফল্যের নতুন অধ্যায় রচিত হয়েছে। তাঁর মেজো ছেলে গণতন্ত্র প্রক্রিয়ার আওতায় অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহণ করে ২ নং পঞ্চগড়ন ইউনিয়নের সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন।
আলহামদুলিল্লাহ, এ বিজয় কেবল একটি পরিবারের নয়, বরং গোটা ইউনিয়নের তরুণ নেতৃত্বের জাগরণের প্রতীক। নির্বাচিত সেক্রেটারি ইতোমধ্যেই স্থানীয় জনগণের মাঝে প্রগতিশীল চিন্তা ও কর্মপরিকল্পনার জন্য পরিচিত হয়ে উঠেছেন।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, জনাব খালেক সাহেবের ন্যায়পরায়ণতা ও নেতৃত্বগুণের ছাপ তাঁর সন্তানদের মধ্যেও স্পষ্ট। নতুন সেক্রেটারি জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে ভবিষ্যতে ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।
জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে তিনি তাঁর নতুন দায়িত্ব গ্রহণ করছেন, আর এ জয়ের জন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন ও সকলের দোয়া কামনা করেন।