শাকিল হোসেন, প্রতিনিধি, গাজীপুর (কালিয়াকৈর)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাদকবিরোধী অভিযানে যৌথ বাহিনীর সদস্যরা নারীসহ তিনজনকে আটক করেছেন। আটককৃতদের কাছ থেকে প্রায় এক কেজি গাঁজা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ঘটনাটি ঘটেছে রোববার (১৩ এপ্রিল) সকালে উপজেলার চন্দ্রা খাড়াজোড়া এলাকায়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের একটি খাবার হোটেলে মাদক লেনদেন চলছে—এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে গাঁজাসহ তিনজনকে আটক করা হয় এবং পরবর্তীতে তাদের কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতদের পরিচয় জানা গেছে:
অজিদা বেগম (৩৭), রাজশাহীর বোয়ালিয়া উপজেলার গুলপুকুর গ্রামের বাসিন্দা
আরিফুল ইসলাম (২৩), যশোরের মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা
শামীম মিয়া (২৫), গাইবান্ধা সদর উপজেলার টুটপাড়া গ্রামের বাসিন্দা
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ দৈনিক চৌকোষ কে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সকাল ১১টার দিকে অভিযান পরিচালনা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটককৃতরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য।”
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটকদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হবে।
পটভূমি
গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মাদকের বিস্তার রোধে স্থানীয় ও আন্তঃজেলা চক্রের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় কালিয়াকৈরে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয়রা জানান, মহাসড়কের আশেপাশের কিছু হোটেল ও রেস্টুরেন্টে দীর্ঘদিন ধরেই সন্দেহজনক কার্যক্রম চলছিল। প্রশাসনের এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।