ফকির আল মামুন, সদরপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার চাররশি ও সতেররশি গ্রামে ভেকু ও ড্রাম ট্রাক দিয়ে অবৈধভাবে ফসলি জমি ও সরকারি খাস জমির মাটি কাটার প্রতিবাদে এলাকাবাসী ঝাড়ু মিছিল করেছে।
জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা রাত ১০টার পর বালু ও মাটিবাহী ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেন। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু ব্যবসায়ী স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় এখনও মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আজ ১৩ এপ্রিল সকাল ১১টার দিকে সতেররশি গ্রামের মধ্যপাড়ায় সরকারি খাস জমিতে ভেকু দিয়ে মাটি কাটার সময় শরিফ ফকিরকে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।
চাররশি মৌজায় ফসলি জমির মাটি কাটার বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাইনি। তবে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”
এলাকাবাসীর অভিযোগ, বাদশা মাতুব্বর ও সরোয়ার হোসেন মাতুব্বর প্রভাবশালী মহলের ছায়ায় পেশীশক্তি ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ভীতি প্রদর্শন করে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “জনগণের জানমাল ও ফসলি জমি রক্ষার্থে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে এবং স্থানীয় থানা প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।