প্রতিবেদন: মো. ওয়াসিকুর রহমান,
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদস্যদের জন্য উন্নতমানের আবাসন সুবিধা নিশ্চিত করতে নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্সে নির্মিত ২০ শয্যা বিশিষ্ট একটি আধুনিক মেহমানখানার উদ্বোধন করা হয়েছে।
১৩ এপ্রিল ২০২৫, রবিবার দুপুর ১২টা ৩০ মিনিটে কেএমপি কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার আনুষ্ঠানিকভাবে মেহমানখানাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সদর দফতরসহ দেশের বিভিন্ন স্থান থেকে বদলির সুবাদে, সাক্ষ্য প্রদান, প্রশিক্ষণ কিংবা দাপ্তরিক কাজে খুলনায় আগত কনস্টেবল থেকে শুরু করে পুলিশ পরিদর্শক পর্যায়ের সদস্যদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসনের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। কেএমপি এই চাহিদার প্রতি গুরুত্ব দিয়েই মেহমানখানাটির পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে।
নতুন এ মেহমানখানায় আবাসনের পাশাপাশি মানসম্মত খাবারের ব্যবস্থাও থাকবে বলে জানানো হয়। ভবিষ্যতে চাহিদা অনুযায়ী শয্যাসংখ্যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।
পুলিশ কমিশনার উদ্বোধনী বক্তব্যে বলেন, “এই মেহমানখানা শুধু একটি স্থাপনা নয়, এটি পুলিশ সদস্যদের প্রতি কেএমপির দায়িত্বশীলতা ও যত্নের প্রতিফলন।”
এধরনের উদ্যোগ আগত পুলিশ সদস্যদের কর্ম-পরিবেশকে আরও সহায়ক করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।