সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের মানিকদিঘী গ্রামে বিএনপি সমর্থিত দুই বাসিন্দার বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
রবিবার (১৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির স্থানীয় নেতা ও পাকুরিয়া ওয়ার্ডের যুগ্ম সম্পাদক শামসুল সরকারের আহ্বানে এক সালিশ বৈঠকে অংশগ্রহণকে কেন্দ্র করে এ সহিংসতার সূত্রপাত ঘটে। অভিযোগ রয়েছে, বৈঠকে অংশ নেওয়ার জের ধরে শফিকুল ইসলাম ও রহেদ আলীর বাড়িতে হামলা চালায় একদল সন্ত্রাসী।
ভুক্তভোগীদের ভাষ্যমতে, আওয়ামী লীগ নেতা দুলাল ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল ওই হামলায় অংশ নেয়। হামলাকারীরা বাড়িঘরে ব্যাপক ভাংচুর করে ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় বলে দাবি করা হয়েছে। শফিকুল ইসলামের স্ত্রী রশিদা বেগম অভিযোগ করেন, তাকে মারধর করা হয় এবং গৃহস্থালি জিনিসপত্র ভাংচুরের পাশাপাশি গরু বিক্রির জন্য রাখা এক লাখ টাকা নিয়ে যায় হামলাকারীরা। রহেদ আলীর অভিযোগ, তার অনুপস্থিতিতে তার মা ও স্ত্রীকে মারধর করা হয় এবং ৬০ হাজার টাকা লুট করা হয়।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা দুলাল ও ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, "আমরা এই ঘটনার সাথে জড়িত নই। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমাদের জানা নেই।"
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানিয়েছেন, ঘটনার বিষয়ে তিনি ফোনে অবগত হয়েছেন, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
উল্লেখ্য, এ ঘটনার প্রেক্ষিতে মানিকদিঘী গ্রাম ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.