বিশেষ প্রতিনিধি, মোঃ ফরহাদ ভূঁইয়া, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর ডিসি হিলের নজরুল স্কয়ারে বর্ষবরণ উপলক্ষে প্রস্তুতকৃত মঞ্চে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (১৩ এপ্রিল) রাত আনুমানিক আটটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের মধ্যে ছয় জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বর্ষবরণের মঞ্চে সাউন্ড সিস্টেম স্থাপনসহ সাজসজ্জার কাজ চলছিল। ঠিক সে সময় ৩০ থেকে ৪০ জনের একটি যুবদল মঞ্চের দিকে এগিয়ে এসে ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দিতে দিতে হামলা চালায়। তারা মঞ্চের ডেকোরেশনের কাপড় ছিঁড়ে ফেলে ও পেছনের অংশেও ব্যাপক ভাঙচুর করে।
আয়োজক সংগঠন "সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ কমিটি" জানায়, হামলাকারীরা অনুষ্ঠান আয়োজকদের ‘ফ্যাসিবাদের দোসর’ বলে আখ্যা দিয়ে আক্রমণ চালায়। আয়োজকরা পরিস্থিতির অবনতি ঠেকাতে একপাশে সরে দাঁড়ালেও হামলাকারীরা ক্ষতিসাধনে তৎপর থাকে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল করিম চৌকস বলেন, “ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এ ঘটনায় বর্ষবরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আয়োজকরা জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ঘটনার পর ডিসি হিল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.