বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আয়োজনে দিনব্যাপী এ উৎসব মুখর পরিবেশে পালিত হয়।
১৪ এপ্রিল সকালে সিএন্ডবি মোড় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
র্যালি শেষে শিশু একাডেমি প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্যের প্রতীক। এটি আমাদের সংস্কৃতি ও ঐক্যের বন্ধনকে দৃঢ় করে। নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে পরিচিত করাতে এসব আয়োজন গুরুত্বপূর্ণ।”
আলোচনা সভার পর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঙালির ঐতিহ্যবাহী গান, নৃত্য ও নাটক পরিবেশিত হয়। দিনব্যাপী আয়োজিত মেলায় বিভিন্ন ধরনের পণ্যের স্টল বসানো হয়, যা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল।
উৎসবটি সফল করতে আরএমপি’র পক্ষ থেকে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ কমিশনার জানান, “নিরাপদ ও শান্তিপূর্ণ উৎসব আয়োজন আমাদের অগ্রাধিকার।”
রাজশাহীবাসীর জন্য পহেলা বৈশাখের এই আয়োজন আনন্দমুখর দিন উপহার দেয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.