ক্রাইম রিপোর্টার : রাজিব খান
রাজশাহীর মোহনপুর উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে দিনব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে নববর্ষ ১৪৩২ এর শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রাজশাহী-টু নওগাঁ আঞ্চলিক মহাসড়ক প্রদিক্ষণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এ উপলক্ষে “বাংলা নববর্ষ ও জাতীয় ঐতিহ্য” শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে লোকজ মেলা এবং একই স্থানে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা। উপস্থাপনায় ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার ( কৃষিবিদ) এম, এ,আব্দুল মান্নান, আরোও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি )জোবায়দা সুলতানা, মোহনপুর থানার অফিসার ইনচার (ওসি) আতাউর রহমান, উপজেলা শিক্ষা একাডেমিক অফিসার আব্দুল মতিন,উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা ত্রান ও দূর্যোগ কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, উপজেলা পরিসংখ্যান অফিসার ফরহাদ হোসেন, খাদ্য কর্মকর্তা অফিসার নুরুন্নবী, সমাজসেবা অফিসার ইমাম হাসান, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের অফিসার নিতাই ঘোষ সহ উপজেলা বিএনপি,দলীয় নেতৃবৃন্দুর মধ্যে উপস্থিত ছিলেন। উপজেলা বাকশিমইল ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ, সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার শামসুজ্জোহা,এছাড়াও উপজেলার
বিভিন্ন দফতরের প্রশাসন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এ আয়োজনে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.