আল আমিন,আশুলিয়া
ঢাকা জেলার আশুলিয়ার শিমুলতলা এলাকায় আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একটি বিশেষ টাস্কফোর্স দল, স্থানীয় প্রশাসনের সহায়তায়।
তিতাস গ্যাসের কর্মকর্তারা জানান, শিমুলতলার বিভিন্ন বাড়ি ও অবৈধ স্থাপনায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করা হচ্ছিল। ভোক্তারা গোপনে পাইপলাইন থেকে সংযোগ নিয়ে রান্নার কাজে ব্যবহারের পাশাপাশি কয়েকটি কারখানায়ও অবৈধভাবে গ্যাস ব্যবহার করছিল বলে অভিযোগ পাওয়া যায়।
অভিযানে অংশ নেওয়া তিতাসের নির্বাহী প্রকৌশলী মো. আমির হোসেন বলেন, “শিমুলতলায় অবৈধ সংযোগের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। আজকের অভিযানে ১৫০টিরও বেশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসব সংযোগে ব্যবহৃত পাইপ, চুলা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।”
অভিযান চলাকালে কিছু এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।
উল্লেখ্য, অবৈধ গ্যাস সংযোগের ফলে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে এবং গ্যাস সরবরাহ ব্যবস্থার উপরও মারাত্মক প্রভাব পড়ছে।