জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৪ দিন পর একটি বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে আব্দুল আলীম (১৮) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কালিহাতী পৌরসভার দক্ষিণ সাতুটিয়া গ্রামের জামাল বাদশার বাড়ির সেপটিক ট্যাংক থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করেন।
লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে এসে আলীমের লাশ বলে জানিয়েছেন তার মা আকলিমা আক্তার ও নানা মোজাফফর আলীসহ স্বজনরা।
নিহত আলীম ঘাটাইল উপজেলার চানতারা গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের ছেলে এবং কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
নিহত আলীমের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কলেজে প্রাইভেট পড়তে যায় আলীম।
এরপর আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোনো খবর পাননি।
পরে আলীমের মা আকলিমা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আদিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দক্ষিণ সাতুটিয়ার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করে।
কালিহাতীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে সাতুটিয়া একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.