হাসান আলী সোহেল নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় মারধরে আহত মহিদুল ইসলাম মাথায় ১৬টি সেলাই নিয়ে এসএসসি পরিক্ষা দিচ্ছে। চিকিৎসকের বিশেষ নির্দেশনায় মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে এ অবস্থা নিয়েই উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কেন্দ্রে এসএসসি পরিক্ষায় অংশ নেন তিনি। আহত মহিদুল ইসলাম উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হিজলী পাবনাপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে এবং মাধববাড়িয়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরিক্ষার্থী।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার (১১ এপ্রিল) সকালে ওই এসএসসি পরিক্ষার্থীর বাড়িতে হামলা চালিয়ে তাকেসহ তিনজনকে জখম করে একই গ্রামের জাহাঙ্গীর আলমসহ অন্তত ১৩জন। পরে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে ওইদিনই বাদি হয়ে বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন ওই এসএসসি পরিক্ষার্থীর চাচা নায়েব আলী।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এই ঘটনার প্রধান আসামি জাহাঙ্গীর আলম এবং আব্দুস সামাদ সরকারকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের মধ্যে ৯জন জামিনে নিয়েছে এবং বাকি ২জনকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.