মাহমুদুল হাসান মেমন,স্টাফ রিপোর্টার নাটোর
৭ বছরের শিশু জুঁইকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের কানাইখালী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। একই দাবিতে নাটোরের বড়াইগ্রামের গাড়ফা, বনপাড়া, পাবনার চাটমোহরে মানববন্ধন কর্মসুচি পালিত হয়।।এসময় বক্তরা বলেন, গত মঙ্গলাবার পাবনার রামপুর বিল থেকে নাটোরের বড়াইগ্রামের গাড়ফা গ্রামের শিশি জুঁইয়ের মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মমুখমন্ডল দাহ্য পদার্থ দিয়ে ঝলসে দেয় খুনিরা। দেশে আজ কোন মানুষ ই নিরাপদ নয়। বড় ছোট এমন কি শিশু বাচ্চারাও নিরাপদ নয়।কিছুদিন আগে আছিয়ার মৃত্যুর ক্ষত না শুকাতে নাটোরে বড়াইগ্রামে শিশু কন্যা জুঁইকে বর্বরভাবে হত্যা করা হলো। আছিয়ার হত্যার বিচার যদি হতো তাহলে আজ আর জুঁইকে এই ভাবে মৃত্যু বরন করতে হতো না। আমরা ২৪ ঘন্টার ভিতর আসামীদের গ্রেফতারের দাবী জানানো হয় তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.