তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে পিতা-পুত্র মারাত্মক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১৬ই এপ্রিল) উপজেলার কালাপুর ইউনিয়নের হাইল হাওরে দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- কালাপুর ইউনিয়নের নয়ানশ্রী (নরপুর) গ্রামের কৃষক শফিক মিয়া (৫০) তাঁর ছেলে সাইদুল (২২)।
স্থানীরা জানান, সকালে শফিক মিয়া ও তার ছেলে সাইদুলকে নিয়ে হাওরে কৃষিকাজ করতে যান। দুপুরের দিকে বজ্রপাত হলে তারা মারাত্মকভাবে আহত হন। তাৎক্ষণিকভাবে হাওরে থাকা প্রতিবেশিরা তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে শফিক মিয়াকে চিকিৎসার জন্য তাকে ভর্তি করান ও তাঁর ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।
বর্তমানে সাইদুলের অবস্থা আশঙ্কাজনক বলে তার স্বজনরা জানান।
তারা আরো জানান, বজ্রপাত সরাসরি তদের উপর না পরলেও সাইদুলের গলায় থাকা রুপার একটি চেইনটিতে বিদ্যুতায়িত হয়ে গলার চেনটি গলে চামড়া পুড়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায় অচেতন অবস্থায় হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.