স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে তিনটি কেবিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে 'শাপলা', 'চামেলি' ও 'জুঁই' নামক তিনটি কেবিনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম।
বুধবার রাতেই একজন রোগী ভর্তি হওয়ার মধ্য দিয়ে কেবিন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা ঘটে। পরদিন সকালে ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম সহ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার, নার্স ও স্টাফরা কেবিনে ভর্তি রোগীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং মিষ্টি বিতরণ করেন।
এই সময় জরুরি বিভাগের ইনচার্জ মনিরুজ্জামান, নার্স ইনচার্জ বিথীসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
২০১০ সালে নতুন ভবন নির্মিত হলেও দীর্ঘ ১৫ বছর পর চালু হলো কেবিন সেবা। এখন থেকে সরকারি নির্ধারিত ইউজার ফি অনুযায়ী প্রতিদিন ২০০ টাকায় কেবিনে ভর্তি হওয়া যাবে। রোগী ভর্তি হতে চাইলে অগ্রিম ৫ দিনের ইউজার ফি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের কম থাকলে অবশিষ্ট টাকা ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
কেবিন ইনচার্জ মো. মাহবুবুর আলম শাহীন (এমটি ল্যাব) জানান, ইতোমধ্যেই কেবিনগুলো চালু করা হয়েছে এবং রোগীরা ইচ্ছা করলেই নির্ধারিত ফি দিয়ে এসব কেবিনে ভর্তি হতে পারবেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাদাত বলেন, "জনবল সংকট থাকা সত্ত্বেও সীমান্তবর্তী এই উপজেলার মানুষের সেবার কথা চিন্তা করে আমরা কেবিন কার্যক্রম চালু করেছি। খুব শিগগিরই ডেন্টাল ইউনিটে আধুনিক যন্ত্রপাতি যুক্ত করে দাঁত তোলা, স্ক্যালিং, ফিলিং, ক্যাপিংসহ সব ধরনের ডেন্টাল চিকিৎসা সেবা চালু করা হবে। পাশাপাশি অপারেশন থিয়েটার চালু করে সিজারিয়ান অপারেশনও করা হবে।"
উপজেলার মানুষের জন্য এটি নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.