তালাত মাহমুদ নরসিংদীর প্রতিনিধি।
নরসিংদীর রায়পুরায় দুর্গম চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়ন ও বাশঁগাড়ী ইউনিয়নের মধ্যস্থল আড়াকান্দা নামক স্থানে চরে থানা স্থাপনের জন্য স্থান পরির্দশন করেন বাংলাদেশ বিদুৎ ও জ্বালানী খনিজ এর চেয়ারম্যান, সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন। আজ ১৫ এপ্রিল মঙ্গলবার সকালে নরসিংদীর রায়পুরায় দুর্গম চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়ন ও বাশঁগাড়ী ইউনিয়নের মধ্যস্থল আড়াকান্দা নামক স্থানে চরে থানা স্থাপনের জন্য স্থান পরির্দশন করেন বাংলাদেশ বিদুৎ ও জ্বালানী খনিজ এর চেয়ারম্যান সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন। তিনি বলেন, মাননীয় প্রধান উপদ্রেষ্টার বিশেষ সহকারী সাহেবের নির্দেশে আজকে নরসিংদী জেলার ডিসি ও এস পি সাহেবকে সাথে নিয়ে রায়পুরার চরাঞ্চলের একটি থানা স্থাপনের বিষয়ে সরজমিনে তদন্ত করার জন্য এসেছি। এ বিষয়টি নিয়ে দীর্ঘ দিন ধরে আলাপ চলছে, দীর্ঘ দিন বললে হয়ত কম বলা হয় এটা প্রায় ৫০ বছরের কাছাকাছি বোধ হয় আলাপ করছেন। কিন্তু স্থানীয় কিছু দন্দের কারণে মূলত এটি করা সম্ভব হয়ে ওঠে নাই। স্যার যে স্পেসিফিক দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়ে ছিলেন সেটা হলো যে এই দ্ধন্দের মীমাংশা সম্ভব কি না, তাহলে উনি অত্যন্ত তাড়াতাড়ি করে থানা ঘোষনা করে দিবেন এই আশ্বাস তিনি আমাদেরকে দিয়েছেন। যদি কোন কারণে দ্ধন্দ মিটানো সম্ভব না হয় তাহলে হয়ত একদিক তদন্ত কেন্দ্রিক দেখানোর জন্যয় আমাকে বলেছেন। কিন্তু এখানে আসার পর স্থানীয় জনগণ এবং বিশেষ করে জনপ্রতিনিধি যারা আছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা তাদের কথা থেকে আমার যেটা ধারনা হলো যে, ওনারা মোটামুটি একমত হয়েছেন বিশেষ করে জায়গার ব্যাপারে। যেটা ডিসি ও এসপি সাহেব এবং আমি আমাদের সবারই মনে হলো যে এটি সম্ভব হতে পারে এবং স্যারকে হওয়ার মত কারণগুলো জানিয়ে দেবো। ইউনিয়ন পরিষদ চেয়রিম্যানরা আমাকে কথা দিয়েছেন ওনারা ৬জন চেয়ারম্যান মিলে একটি অনাপত্তি পত্র আমাদের কাছে পাঠাবেন। সেটার ভিত্তিতে আমরা ফাইটা দ্রুত স্বাক্ষর করবো। আশা করছি খুব দ্রুতই রায়পুরা চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একটি থানা স্থাপন করা সম্ভব হবে।
আরোও বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী তিনি বলেন, রায়পুরা উপজেলার চরাঞ্চলের আইন শৃংখলা পরিস্থিতি উন্নতির লক্ষে জেলার সম্বনয় সভার মাধ্যমে চরে এলাকার উন্নয়নে কাজ করে যেতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.