খুলনা প্রতিনিধি।
এশিয়ান টেলিভিশনের খুলনা প্রতিনিধি
বি,এম রাকিব হাসান কে #সভাপতি ও বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার
#শরীফ আহমদ মোল্লা কে সাধারণ সম্পাদক করে
৩৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে।
নিম্নে পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যের নাম পদবী বর্ণনা করা হলো।
সভাপতি বিএম রাকিব হাসান এশিয়ান টিভি খুলনা প্রতিনিধি, সিনিয়র সহ-সভাপতি কাজী মিজানুর রহমান ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক খুলনার কাগজ, সহ-সভাপতি গাজি যুবায়ের আলম জি নিউজ বিডি ২৪ খুলনা বিভাগীয় বূ্রো চীফ, সহ-সভাপতি সম হাফিজুল ইসলাম প্রকাশক ও সম্পাদক সাপ্তাহিক
আমাদের অধিকার,
সহ-সভাপতি
এনামুল হক এনাম, সিনিয়র স্টাফ রিপোর্টার দৈনিক চৌকস,
সাধারণ সম্পাদক শরীফ আহমদ মোল্লা সিনিয়র রিপোর্টার দৈনিক বাংলাদেশ সমাচার, যুগ্ম সম্পাদক এস এম জসীমউদ্দীন স্ট্যাফ রিপোর্টার দৈনিক সময়ের খবর, সহ সাধারণ সম্পাদক শেখ রাজু আহমেদ ব্যুরো চীফ দৈনিক চৌকস, কোষাধ্যক্ষ মোসলেউদ্দিন তুহিন স্ট্যাফ রিপোর্টার দৈনিক খুলনাঞ্চল, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন ভ্রাম্যমাণ প্রতিনিধি দৈনিক ভোরের চেতনা, দপ্তর সম্পাদক মোঃ রবিউল ইসলাম খান ব্যুরো চীফ দৈনিক ঘোষণা, প্রচার সম্পাদক কাজী রায়হান তানভীর, খুলনা জেলা প্রতিনিধি দৈনিক দেশের পত্র, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীর ফারুক দৈনিক প্রভাত ফেরী ,
নির্বাহী সদস্য ১. ওবায়দুল হক তালুকদার দৈনিক কালান্তর,২.মো মামুন রেজা বাংলা টিভি,৩.আরিফুর রহমান সোহেল ৭১ টিভি,৪.মো শাহবাজজামান বার্তা সম্পাদক দৈনিক খুলনার কাগজ,৫, মোঃ খলিলুর রহমান দৈনিক ভোরের চেতনা,
সদস্য যথাক্রমে ,
মোঃ জাহাঙ্গীর হোসেন দৈনিক ফলাফল , মোঃ জাহাঙ্গীর আলম রায়হান ভোরের দর্পণ, বাদশা আলম দৈনিক অগ্নিশিখা, লিটন চৌধুরী দৈনিক রূপবানি ,আলমগীর হোসেন দৈনিক দৃষ্টিপাত ,মোঃ নাসির হোসেন দৈনিক জাহানাবাদ, মোঃ আসাদুজ্জামান ডাবলু দৈনিক ক্রাইম তদন্ত, মোঃ বাবুল সানা দৈনিক মফস্বল বার্তা, উত্তম কুমার চক্রবর্তী দৈনিক নতুন সংবাদ, অরুপ জোদ্দার দৈনিক আজকের কণ্ঠস্বর, মোহাম্মদ মিজানুর রহমান আমাদের অধিকার, গোলাম রসুল বাদশা দৈনিক প্রবর্তন, মোঃ সবুজ হাওলাদার দৈনিক আলোকিত সকাল, মোহাম্মদ আরিফ হোসেন বাংলা ৭১ আইপিটিভি, মোহাম্মদ মহি খান সাপ্তাহিক অন্যদৃষ্টি, শিমুল মোল্লা দৈনিক খুলনার বর্তমান সময়, শওকত আলী খান সাপ্তাহিক অন্য দৃষ্টি ,নাজমুল আলম তুষার দৈনিক আলোড়ন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.