মনিরুজ্জামান মনি মিয়া, বোয়ালমারী প্রতিনিধ :
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ইশাপাশা গ্রামে পারিবারিক কলহের জেরে নিজ ঘরে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আলফাডাঙ্গা পৌর কৃষক দলের নেতা ওবায়দুর রহমান ওবাদ (৪৫)।
স্থানীয় সূত্র জানায়, বুধবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ৩টার দিকে ওবায়দুর রহমান তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে স্ত্রী উত্তেজিত হয়ে তাকে ধারালো অস্ত্র ও শিলপাটা দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরবর্তীতে স্থানীয়রা ওবায়দুর রহমানকে উদ্ধার করে দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার পর পরই অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পুলিশের কাছে স্বামীর উপর হামলার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ওবায়দুর রহমান এলাকার পরিচিত মুখ এবং মরহুম ডগ সাহেবের বড় ছেলে হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার নির্মম মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।