নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
সাত দিন আগে নগদে ২৫৭ টাকা রিচার্জ করে লক্ষ্মীপুরের রায়পুর চরপাতা গ্রামের বেকার যুবক উৎপল চন্দ্র দাশ। এতেই তার ভাগ্য (কপাল) খুলে যায়। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে উৎপলের কাছে ফোন আসে তিনি ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের পক্ষ থেকে ২৫ লাখ টাকার টয়োটা এক্সিও ব্র্যান্ডের গাড়ি জিতে নিয়েছেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) নগদের পক্ষ থেকে এ উপহার তুলে দিতে হেলিকপ্টারযোগে রায়পুরে উৎপলের বাড়িতে হাজির হন জনপ্রিয় টিভি অভিনেতা ‘কাবিলা’ খ্যাত জিয়াউল হক পলাশ। এ সময় তাকে দেখতে এলাকাবাসী ভিড় জমান।
নগদের গ্রাহক উৎপল মৃত প্রফুল্ল চন্দ্র দাস ও মিলি রানী দাসের ছেলে। উপহার হাতে পেয়ে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সাত দিন আগে আমি ২৫৭ টাকা রিচার্জ করেছিলাম। এতে পুরস্কার জেতার সংবাদ শুক্রবার রাতে পেয়েছি। শনিবার বিকালে নগদ কর্তৃপক্ষ ও অভিনেতা জিয়াউল হক পলাশ ভাই হেলিকপ্টারযোগে আমার বাড়িতে হাজির হয়। গাড়িটি পেয়ে আমি ও আমার পরিবার খুবই আনন্দিত।’
উৎপলের স্ত্রী শিবানী রানী বলেন, ‘এতো খুশি হয়েছি যে, বলে বোঝাতে পারবো না। আমি পলাশ ভাইয়ার অনেক বড় ফ্যান।’
এ বিষয়ে উৎপলের মা মিলি রানী বলেন, ‘অনেক খুশি হইছি। আমার মানিক-রতন গাড়ি পাইছে। আশীর্বাদ করি নগদেরে।’
টয়োটা এক্সিও মডেলের গাড়িটির বাজার মূল্য প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা। কাগজপত্রসহ দাম প্রায় ২৫ লাখ টাকা হবে বলে নিশ্চিত করেছে উৎপলের পরিবার।
স্থানীয় লোকজন জানান, এটা অনেক বড় খুশির খবর। এটি অনেক আনন্দের কথা। আমরা গ্রাম বাসি অনেক খুশি হয়েছি।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম
সহ-সম্পাদকঃ আবুল কাশেম
বার্তা সম্পাদকঃ রাফসান জাহান
অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা)মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০।রেজিস্ট্রি অফিসঃ চৌকস ভবন,চরকালিগন্জ কেরানীগঞ্জ, ঢাকা -১৩১০
ফোনঃ ০২২২৬৬৩৯৮৪৭
মোবাইলঃ ০১৬০০-৭২২২২৯,০১৯২০-০০৩০৮১
ইমেইলঃchoukasinfo@gmail.com,dainikchoukos@gmail.com
Copyright © 2025 দৈনিক চৌকস. All rights reserved.